সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে চলমান আন্দোলনের পাশাপাশি এবার ১০টি রাজনৈতিক বিভাগে তরুণ সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। আগামী ১০ জুন চট্টগ্রাম থেকে এই কর্মসূচি শুরু হবে। আজ শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই কর্মসূচির ঘোষণা করা হবে বলে জানা গেছে।
জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গতকাল ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকে তারা সম্মিলিতভাবে কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেন।
সূত্র জানায়, এরই মধ্যে কয়েকটি বিভাগে তরুণ সমাবেশের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কোরবানির ঈদের আগেই ১০ জুন চট্টগ্রাম এবং ১৭ জুন বগুড়ায় তরুণ সমাবেশ হবে। ঈদের পরে ৭ জুলাই খুলনা ও ১৫ জুলাই সিলেটে হবে তরুণ সমাবেশ। এই সময়ের মধ্যেই অন্যান্য বিভাগে তরুণ সমাবেশের তারিখ নির্ধারণ করা হবে। সর্বশেষ ২৯ জুলাই ঢাকায় হবে তরুণ সমাবেশ।
সমাবেশে কী বিষয়ে ফোকাস করা হবে? জানতে চাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, তারা তরুণ প্রজন্মের কাছে নির্দিষ্ট কিছু বিষয় তুলে ধরতে চান। এর মধ্যে বর্তমান সরকারের অধীনে গত ১৫টি বছর
তরুণ প্রজন্মের কেউ ভোট দিতে পারেননি। শিক্ষাজীবন শেষ করে কোনো তদবির ছাড়া চাকরিও পাচ্ছেন না। আজকে শুধু আওয়ামী লীগ না করলে কেউ চাকরি পাচ্ছেন না। দেশে গণতান্ত্রিক ও কথা বলার যে স্বাধীনতা সেই মৌলিক অধিকার হরণ করেছে আওয়ামী লীগ সরকার। এসব মৌলিক অধিকার আদায়ের জন্য আমাদের চলমান আন্দোলনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হবে তরুণ সমাবেশ থেকে।
রাজীব আহসান বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান একটি উন্নত ও বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণের যে রূপরেখা দিয়েছেন, সেখানে তরুণদের অংশগ্রহণ অত্যাবশ্যকীয়। আমরা উন্নত, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তরুণদের কাছে যাব।