১০ হাজার পিস ইয়াবাসহ শ্যামলী পরিবহনের চালক আটক

পিবিএ,ঢাকা: রাজধানীর মহাখালীতে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ শ্যামলী পরিবহনের একটি বাস ও চালক নূরে আলমকে আটক করেছে র‌্যাব-২। বাসটি কক্সবাজার থেকে ঢাকায় এসেছে।
শুক্রবার সকাল ১০টার দিকে মহাখালী রেলগেইটের পশ্চিম পাশে নামিরা হোটেলের সামনে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার অতি. পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে শ্যামলী পরিবহণের একটি বাসে (ঢাকা মেট্রো-ভ ১৫-২২৯৬) ইয়াবার বড় চালান নিয়ে ঢাকায় আসছে। ওই তথ্যে র‌্যাব-২ এর সদস্যরা মহাখালী রেলগেইটের সামনে অভিযান চালায়। এ সময় বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে বাসের সীটের নিচ থেকে প্রায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় বাস চালককে। বাসটিও জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন, আটক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।
পিবিএ/বা.খ

আরও পড়ুন...