পিবিএ,জগন্নাথপুর: টমটম গাড়ি চালক সাইদুল ইসলাম (১৭) নিখোঁজ হওয়ার ১১দিন পর টমটম গাড়ি সহ তার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ২১আগষ্ট মধ্য রাতে ওসি মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশদল দক্ষিন সুরমা থানা পুলিশের সহযোগিতায় সিলেট-ঢাকা মহাসড়কের এসএমপির দক্ষিন সুরমা উপজেলার রশিদপুর নামক স্থানে সড়কের খাল থেকে টমটম চালক সাইদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। সাইদুল ইসলাম টমটম গাড়ি সহ নিখোঁজ হওয়ার জিডির সূত্রধরে পুলিশ নিখোঁজ সাইদুল ইসলামের ব্যবহৃত টমটম গাড়িটি ব্রাক্ষনবাড়িয়া জেলার বিজয় নগর এলাকা থেকে উদ্ধার করা হয়। এসময় ব্রাক্ষন বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আতুপুড়া গ্রামের গোপাল দেবের ছেলে কাজল দেবকে (২৭) আটক করা হয়। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আটক কাজল দেবকে ব্যাপক জিজ্ঞাসাবাদে টমটম চালক সাইদুল ইসলাম হত্যাকান্ডের তথ্য প্রদান করে এবং তার তথ্যের ভিত্তিতে দক্ষিন সুরমা থানা পুলিশের সহযোগিতায় বুধবার মধ্য রাতে সিলেট-ঢাকা মহাসড়কের এসএমপির দক্ষিন সুরমা উপজেলার রশিদপুর নামক স্থানের সড়কের খাল থেকে সাইদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ওই দিন রাতেই ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন ও জড়িত অন্যান্য খুনীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে টমটম চালক সাইদুল ইসলামের লাশ পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্রই শোকের ছায়া নেমে আসে।
প্রসঙ্গত, জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের বাউরকাপন গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে টমটম চালক সাইদুল ইসলাম (১৭) ঈদুল আযহার আগের দিন রবিবার সকাল ৬টায় বাড়ি থেকে বের হয়ে মীরপুর বাজার থেকে টমটম গাড়ি নিয়ে ভাঙ্গারী মালের ব্যবসায়ীর মালামাল নিয়ে পার্শ্ববর্তী বিশ্বনাথ উপজেলার বাগিচা বাজারের উদেশ্যে রওয়ানা হয়। ওই দিন থেকে টমটম গাড়ি সহ সাইদুল ইসলাম নিখোঁজ হয়। পরিবারের লোকজন তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় ব্যাপক খোজাখুঁজি করেন। তার সন্ধান না পেয়ে নিখোঁজ সাইদুল ইসলামের বড় ভাই রিয়াজুল ইসলাম জগন্নাথপুর থানায় নিখোঁজ ডায়েরী করেন।
পিবিএ/হুমায়ুন কবির/এমআই