১২০০ বাড়িতে এডিসের লার্ভা পাওয়া গেছে : ডিএসসিসি

পিবিএ,ঢাকা: এডিস মশা নির্মূলের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ‘ওয়ার্ডভিত্তিক এডিস মশার প্রজননস্থল ধ্বংসকরণ ও বিশেষ পরিচ্ছন্নতা’ কার্যক্রমের অংশ হিসেবে চিরুনি অভিযান পরিচালনার উদ্যোগে আজ মঙ্গলবার সকালে ওই অভিযান পরিচালনা করেন মেয়র। ডিএসসিসি একহাজার ২০০ বাড়িতে ডেঙ্গু জ্বরের জীবানুবাহী এডিস মশার লার্ভা পাওয়ার কথা জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।

সাঈদ খোকন বলেন, ইতোমধ্যে ডিএসসিসির পক্ষ থেকে ৫৮ হাজার ৭৪৮ বাড়িতে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে ১২০০ বাড়িতে এডিসের লার্ভা পাওয়া গেছে। সেগুলো ধ্বংস করার পাশাপাশি বাড়ির মালিকদের সতর্ক করা হয়েছে। এডিস মশার লার্ভা ধ্বংস করার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটসের সদস্যরা একলাখ ১১ হাজার বাসাবাড়ি পরিদর্শন করে লার্ভা ধ্বংস করার বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে।

তিনি বলেন, মশার উত্সস্থল ধ্বংসে বিশেষ গুরুত্ব দেয়ায় এডিস মশার বিস্তার ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার প্রবণতা কমতে শুরু করেছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট ও ফজলে রাব্বী হল এলাকায় মশা নিধনে অভিযান চালানো হয়। কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ, স্কাউটস ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএম নাসির উদ্দিন উদ্বোধনীতে উপস্থিত ছিলেন।

এদিকে, এডিস মশার লার্ভা ধ্বংস নিশ্চিত করতে এ সময় বাগান গেটসহ হাসপাতাল চত্বরসংলগ্ন ফুটপাত থেকে অবৈধ দোকানপাটও উচ্ছেদ করা হয়। বিভিন্ন গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে দোকানপাট উচ্ছেদ করা হয়।

অভিযান পরিচালনাকারীরা এতটাই তত্পর ছিলেন যে অবৈধ দোকানদারদের অনেকেই মালপত্র সরানোর সুযোগটুকু পাননি। দ্রুত সময়ের মধ্যে ফুটপাত দখলমুক্ত হয়। তবে অভিযান পরিচালনা শেষ করে মেয়র স্থান ত্যাগ করার কিছুক্ষণ পর ফের ফুটপাত দখল হতে থাকে।

দুপুরে দেখা গেছে, অবৈধ দখলদারদের অনেকে নতুন করে দোকান সাজিয়ে বসেন। অন্যদিকে, হাসপাতালের একপাশে যখন মশক নিধন কার্যক্রম চলছে, অন্যপাশেই দেখা যায় বিপরীত চিত্র। জরুরি বিভাগের পাশে পানির পাম্প ও বিদ্যুৎ সাব-স্টেশনের কাছে দেয়ালসংলগ্ন একটি গর্তে সন্ধান মেলে অজস্র মশার।

পিবিএ/ইকে

আরও পড়ুন...