১২ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক আটক

পিবিএ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ফতুল্লার মাহমুদপুর এলাকায় বায়তুল হুদা মাদরাসার ১২ জন শিশু ছাত্রীকে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা ও যৌন হয়রানির অভিযোগে আল আমিন নামে প্রধান শিক্ষককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে র‌্যাব তাকে আটক করে।

স্থানীয়রা জানিয়েছেন, লম্পট এই মাদরাসাশিক্ষক ‘বায়তুল হুদা মাদরাসা’র প্রতিষ্ঠাতা ও পরিচালক ছিলেন। র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন (পিপিএম) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই মাদরাসার দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অন্তত ১২ জন ছাত্রী ওই শিক্ষকের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। আটকের সময় তার মোবাইল ও অফিসের কম্পিউটার থেকে প্রচুর পর্নো ভিডিও জব্দ করা হয়।

পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানোনো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সিদ্ধিরগঞ্জের অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক আরিফুল ইসলামকে গত ২৮ জুন গ্রেফতার করেছে র‌্যাব-১১। জিজ্ঞাসাবাদে ছাত্রীদের আপত্তিকর ছবি তুলে তাদেরকে যৌন সম্পর্ক গড়ায় বাধ্য করা হতো বলে স্বীকার করেন ওই শিক্ষ

পিবিএ/বাখ

আরও পড়ুন...