যে ফুল ১২ বছরে একবার ফোটে

moniraz-pba

পিবিএ,খাগড়াছড়ি: বাংলায় মনিরাজ বলা হলেও এটি প্রকৃত নাম সাইকাস । সাধারণত শুষ্ক মণ্ডলীয় এলাকার উদ্ভিদ এটি গাছ থেকে ফুল বের হতে সময় লাগে ১০ থেকে ১২ বছর তবে একটি গাছ একবার ফুল দিয়ে মারা যায়। এ গাছের ফুলে ঔসুধি গুন রয়েছে? ফুলের রেনুতে রয়েছে তীব্র ঘ্রাণ।
এটি হলো নগ্নবীজী উদ্ভিদ, এর বৈজ্ঞানিক নাম (Cycas circinalis)ফুলটি ফোটার পর প্রথমে সাদা রংয়ের থাকলেও দিন দিন এটি খয়েরি আকার রং ধারন করে। এভাবে ২ মাস থাকে ফুলটি।

পিবিএ/এএইচ/হক

 

আরও পড়ুন...