পিবিএ,যবিপ্রবি: বহুল প্রতিক্ষিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়েছে। আজ ১৭ এপ্রিল শুক্রবার ১৩টি নমুনা পরীক্ষার মধ্যদিয়ে এই কার্যক্রম শুরু হয়। সিভিল সার্জন ও সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিকট ফলাফল আজই স্থানান্তর করা হয়েছে।
জিনোম সেন্টারে বৃহত্তর যশোরের চার জেলার (যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ) করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হবে। প্রথম দিনে যশোরের নমুনা দিয়ে পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার রাতে যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইকবাল কবীর এই তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে জানতে চাইলে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন জানান, “ আজকে সিভিল সার্জন যশোরের ১৩ টি নমুনা পাঠিয়েছিলেন আর সেগুলো সফলভাবে পরীক্ষা করে ফলাফল তৈরী হয়েছে, আর ফলাফল সিভিল সার্জন প্রকাশ করবেন। নমুনা বারবার না পাঠিয়ে একসাথে পাঠালে আমরা ২৪ ঘন্টায় দুই শতাধিক নমুনা পরীক্ষা করতে পারবো।”
জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ আরও জানান, “জিনোম সেন্টারে করোনাভাইরাস পরীক্ষার জন্য সংশ্লিষ্টদের দুটি দলে ভাগ করা হয়েছে। প্রত্যেকে দলে চারজন বিশেষজ্ঞ ও দুইজন ল্যাব টেকনোলজিস্ট রয়েছে। প্রথম দলটি ১৪দিন কাজ করার পর কোয়ারেন্টাইনে চলে যাবে, এরপর দ্বিতীয় দলটি কাজ করবে। এভাবে পর্যায়ক্রমে দুটি দলই কাজ করতে থাকবে। প্রথম ১৪দিন কাজ করেছেন জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান
অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, একই বিভাগের সহকারী অধ্যাপক অভিনু কিবরিয়া ইসলাম, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. হাসান আল ইমরান ও অণুজীব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সাজিদ হাসান, জিনোম সেন্টারের ল্যাব টেকনিশিয়ান মাসুদুর রহমান ও দীপংকর চক্রবর্তী। ফলাফলের বিষয়ে তিনি বলেন, ফলাফল ঘোষণা যশোরের সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করবেন।
এদিকে যশারের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, যবিপ্রবিতে প্রথম দিন ১৩টি করােনা টেস্টের ১৩ টিই নেগেটিভ এসেছে। মুঠোফোন নম্বর-০১৫২১৩০৭৩২২
পিবিএ/মোসাব্বির হোসাইন/এমএসএম