পিবিএ ডেস্ক: প্রায় ১৪ দিন ধরে ফিলিপাইনের ম্যানিলা বিমানবন্দরে আটক অবস্থায় রয়েছেন ইরানের সাবেক বিউটিকুইন বাহারে জারে বাহারি।
ইরান ফিরে গেলে তাকে হত্যা করা হতে পারে এমন আশঙ্কা করছেন তিনি।
ফিলিপাইন সরকার বলছে, ইন্টারপোল থেকে বাহারিকে গ্রেপ্তার করতে অনুরোধ জানানো হয়েছে। তবে কোন দেশের আবেদনে পুলিশের এই আন্তর্জাতিক সংস্থা অনুরোধ জানিয়েছে তা স্পষ্ট করেনি দেশটি।
এ সম্পর্কে বাহারি সিএনএনকে জানিয়েছেন, তাকে গ্রেপ্তারের বিষয়ে ইরান সরকার অনুরোধ করেছে।
বাহারি বলেন, আমি ২০১৪ সাল থেকে ফিলিপাইনে আছি। তখন থেকে আর ইরানে ফিরে যাইনি। সে দেশে না গেলে কীভাবে আমার বিরুদ্ধে অপরাধের মামলা হল।
বাহারি আরও জানিয়েছেন, দুই সপ্তাহ আগে দুবাই থেকে ফেরার পর বিমানবন্দরে তাকে আটকে রাখা হয়। এরপর থেকে আমি মানসিকভাবে ভেঙে পড়ছি। আমাকে ইরানে সরকারবিরোধী আখ্যা দেওয়া হয়েছে। মেয়েদের সচেতন করতে চাওয়ায় আমাকে তাদের পছন্দ না। আমি বোঝাতে চেয়েছি মেয়েরা কারও হাতের খেলনা না।
পিবিএ/ইকে