১৪ বছরেও বুঝে পাননি ভূমিহীন পরিবার বন্দোবস্তের জমি

পিবিএ,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: জমি বন্দোবস্ত দেওয়ার ১৪ বছর পার হলেও ৪৫ শতক জমি এখনো বুঝে পাননি ভূমিহীন পরিবার। আর কত বছর গেলে বুঝে পাবে সেই কবুলিয়ত মুলে রেজিষ্ট্রি পাওয়া জমিটি এমন প্রশ্ন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের রসুনপুর মৌজার পর মোহাম্মদ এর পরিবারের।

শুধু তাই নয় সেই বন্দোবস্তকৃত জমি বুঝে পাবার জন্য ২০২২ সালে সহকারী কমিশনার ভূমি রাণীশংকৈল বরাবরে আবেদন করা হলেও কোনো সাড়া পাওয়া যায় নি এমন অভিযোগ সেই ভুক্তভোগী পরিবারের।

বন্দোবস্তকৃত খাস জমি পাওয়া ৭০ বছরের পর মোহাম্মদ বলেন, আমি একজন ভূমিহীন, দরিদ্র ও অসহায় ব্যক্তি। আমি ভূমিহীন হওয়ায় কৃষি খাস জমি বন্দোবস্ত পাওয়ার জন্য মাননীয় সরকারের নিকট আবেদন করিলে আমার আবেদনের প্রেক্ষিতে রাণীশংকৈল উপজেলা খাস জমি বন্দোবস্ত কমিটির মাধ্যমে নিম্ন তপশীলভূক্ত জমি মৌজা-রসুনপুর, দাগনং-১১২, খতিয়ান-০১ এর জমির ৪৫ শতক তিন নামে গত ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর কবুলিয়ত প্রদান করে এবং গত ২০১০ সালের ৫ অক্টোবর কবুলিয়ত মূলে রেজিস্ট্রি দেওয়া হয়। কিন্তু আমার রেজিষ্ট্রি প্রাপ্ত উক্ত জমিটি অদ্যাবধি বুঝিয়া পাইনি।

আমি একজন দরিদ্র ব্যক্তি হওয়ায় অতীব কষ্টে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করছি বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন...