১৫০তম জন্মবার্ষিকীর দিনই মহাত্মা গান্ধীর চিতাভষ্ম চুরি

গান্ধীর চিতাভষ্ম চুরি
ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর চিতাভষ্ম চুরি হয়ে গেছে

পিবিএ ডেস্ক: বুধবার স্বাধীনতা আন্দোলনের মহাত্মা গান্ধীরর ১৫০তম জন্মবার্ষিকীর দিনই ভারতের জাতির জনক চিতাভষ্ম চুরি হয়ে গেছে। বুধবার এ ঘটনা ঘটে।

১৯৪৮ সালে এক হিন্দু সন্ত্রাসীর হাতে নিহতের পর থেকে তার চিতাভষ্ম মধ্য ভারতের একটি জাদুঘরে সংরক্ষিত ছিল। চুরি করার সময় জাদুঘরে টানানো গান্ধীর ছবির ওপর সবুজ কালি দিয়ে ‘বিশ্বাসঘাতক’ শব্দটি লিখে গেছে চোরেরা।

এ থেকে গান্ধীবিরোধীরাই এ কাজ করেছে বলে মনে করা হচ্ছে। গান্ধীর হিন্দু-মুসলিম ঐক্য প্রচেষ্টার জন্য কিছু কট্টরপন্থী হিন্দুও তাকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে তুলে ধরার চেষ্টা করে।

বুধবার গান্ধী জয়ন্তী উপলক্ষে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে কংগ্রেস নেতা রাম কৃষ্ণ শর্মা দলীয় কর্মীদের সঙ্গে বাপু ভবনে পৌঁছান।

কিন্তু ভবনে ঢুকে তারা দেখতে পান, গান্ধীজি ব্যবহৃত বেশ কিছু সামগ্রী চুরি হয়েছে। সেই সঙ্গে তার ছবি-সহ পোস্টারের উপর সবুজ কালি দিয়ে ‘রাষ্ট্রদ্রোহী’ কথাটি লিখে রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দেন।

অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার জেরে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-বি ধারায় (বিকৃতি, জাতীয় ঐক্যের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ), ৫০৪ ধারায় (শান্তি ভঙ্গের উদ্দেশে উদ্দেশ্যপ্রণোদিত মানহানি) এবং ৫০৫ ধারায় (দুষ্কর্মের উদ্দেশে অপপ্রচার) বিচ্ছিয়া থানায় একটি এফআইআর দায়ের করেছে রেওয়া পুলিশ।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...