পিবিএ ডেস্ক: নিয়মের চেয়ে বেশি পানি খরচ করার অজুহাতে একটি স্কুলের ১৫০ ছাত্রীকে ন্যাড়া করে দেয়ার অভিযোগ উঠেছে ওই স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। এর প্রতিবাদে গত মঙ্গলবার স্কুলের সামনে ছাত্রীদের অভিভাবকরা বিক্ষোভ করলে ঘটনাটি সামনে চলে আসে।
ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের মেদক জেলার গুরুকুল নামক স্কুলে। জানা গেছে, ওই স্কুলের হোস্টেলে ১৫০ জন ছাত্রী থাকতো। কিন্তু হোস্টেলটিতে ছিলো পানির অভাব। তার মধ্যেই আবাসিক ছাত্রীরা মাথায় উকুনের কারণে হোস্টেলের পানি বেশি বেশি খরচ করছিল। তাই স্কুলের প্রধান শিক্ষিকা রীতিমতো নাপিত ডেকে এনে ওই ১৫০ ছাত্রীর মাথার চুল কাটিয়ে দেন। পাশাপাশি ছাত্রীদের কাছে তিনি ২৫ রুপি করে জরিমানা ধার্য করেন বলেও অভিযোগ।
এমন অভিযোগের বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা কে. অরুণা বলেন, আমি জানতে পেরেছিলাম, হোস্টেলের বেশিরভাগ ছাত্রীর মাথায় উকুন আছে। তাছাড়া অনেকে চর্মরোগেও ভুগছে। যে কারণে তারা হোস্টেলে বেশি বেশি পানি ব্যবহার করছিল। তাই অতিরিক্ত পানির ব্যবহার বন্ধ করতে এবং হোস্টেলটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও রোগমুক্ত রাখতে এ সিদ্ধান্ত নিয়েছি।
এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ আগেই ওই ছাত্রীদের সম্মতি নিয়েছিল বলেও দাবি করেন তিনি। অন্যদিকে ছাত্রীদের অভিভাবকরা অভিযোগ করেছেন, তাদের সন্তানদের মাথার চুল জোর করে ছেঁটে দিয়েছেন প্রধান শিক্ষক। এ ঘটনায় অভিভাবকরা প্রশাসনের দ্বারস্থ হওয়ায় স্থানীয় মেদক জেলার জেলা প্রশাসন গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।
পিবিএ/বিএইচ