১৫০ ফুট গভীর নলকূপের নিচে ২ বছরের শিশু, উদ্ধারে সেনাবাহিনী

 

পিবিএ, ডেস্ক: ৯২ ঘণ্টা কেটে গেছে এখন ১৫০ ফুট গভীর নলকূপে আটকে আছে পাঞ্জাবের সাংগুরের ২ বছর বয়সি শিশু ফতেবীর সিং। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। গত বৃহস্পতিবার বিকালে খেলতে খেলতে হঠাৎ ঢাকানা বিহীন গভীর নলকূপে পড়ে যায় বাবা-মায়ের একমাত্র সন্তান ভগবানপুর গ্রামের বাসিন্দা ফতেবীর। যদিও শিশুটির মায়ের দাবি ওই গভীর নলকূপটি কাপড় দিয়ে ঢাকা ছিল। ইতমধ্যে এই ঘটনায় রহস্যের গন্ধ পেয়েছে পুলিশ।

অন্য দিকে বৃহস্পতিবার থেকে রাত-দিন চেষ্টা চালিয়ে রোববার ফতেবীরের কাছাকাছি পৌঁছাতে পেড়েছিল উদ্ধারকারী দল। কিন্তু যান্ত্রিক সমস্যার কারণে শেষ পর্যন্ত ফতেবীরকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকারী দল জানায় , এই ৯২ ঘণ্টায় খাবারের একটি দানাও ফতেবীরের কাছে পৌঁছে দিতে পারেনি তারা। শুধু তাই নয় দুবছরের ওই শিশুটির কাছে পাণীয় জল পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি। গর্ত দিয়ে শুধু মাত্র কোনও রকমে অক্সিজেন পাইপ দিয়ে অক্সিজেন সরবরাহ করতে পেরেছে জানায় এনডিআরএফ । তার মধ্যে প্রচণ্ড গরমে পরিস্থিতি আরও উদ্বেগজনক করে তুলেছে বলে উদ্ধারকারী দলের দাবি।

গভীর ওই নলকূপের পাশ দিয়ে ৩৬ ইঞ্চি ব্যাসের অন্য একটি গর্ত খুঁড়ে ফতেবীরের কাছে পৌঁছাবার চেষ্টা করছে উদ্ধারকারী দল। ইতমধ্যে রাজ্য জুড়ে ওই এলাকায় জমা হয়েছে অসংখ্য মানুষ। সকলেই শিশুটিকে যাতে সুরক্ষিত ভাবে উদ্ধার করা যায় তার জন্য প্রার্থনা করছেন। অন্যদিকে শিশুটির পরিবার ও স্থানীয়দের তরফে অভিযোগ কার হয়েছে, ঘটনার পর পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে দেড়িতে পৌঁছায়। যার জেরে পরিস্থিতি আরও সঙ্কটজনক হয়ে উঠেছে।

এর আগে চলতি বছরে মার্চ মাসেই হরিয়ানার হিসরায় একটি ১৮ মাসের শিশু এই রকমই একটি গভীর নলকূপে পরে যায়। যাকে দু দিন পর উদ্ধার করা সম্ভব হয়। ২০০৬ সালে পাঁচ বছরের শিশু প্রিন্সকেও দুদিন পর উদ্ধার করা সম্ভব হয়েছিল। কিন্তু এবার পেরিয়ে গেছে ৯২ ঘণ্টা। এখন উদ্ধার করা সম্ভব হয়নি ফতেবীরকে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...