পিবিএ ডেস্ক : ইথিওপিয়ার একটি যাত্রীবাহী বিমান রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবি যাওয়ার পথে বিধ্বস্ত হয়েছে। রোববার দেশটির প্রধানমন্ত্রীর অফিস বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে আলজাজিরা।
বিমানটিতে ১৪৯ জন যাত্রী ও ৮ জন ক্র ছিল বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মিরর। বিধ্বস্তের ঘটনায় এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের উড়োজাহাজটির আরোহীদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি।
উড়োজাহাজটি বিধ্বস্তের তথ্য নিশ্চিত করেছেন এয়ারলাইন্সের এক কর্মকর্তা। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষও। উদ্ধার অভিযানে এরইমধ্যে এয়ারলাইন্স কর্তৃপক্ষ টিম পাঠানোর তথ্য জানিয়েছে। তবে আরোহীরা জীবিত না মৃত তা জানা সম্ভব হয়নি।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমদের অফিস থেকে টুইটারে বলা হয়েছে, ‘বোয়িং ৭৩৭ বিমানটি নিয়মিত ফ্লাইটের অংশ হিসেবে আজ রোববার সকালে কেনিয়ার নাইরোবি যাওয়ার সময় যেসব পরিবার তাদের আত্মীয়-স্বজনকে হারিয়েছে ইথিওপিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর অফিস সেসব পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।’
আলজাজিরা বলছে, তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্ত এবং ঘটনাস্থল সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
পিবিএ/শআ