১৫ বছরের ছাত্রকে ভোগ করতো শিক্ষিকা!

brittni

পিবিএ ডেস্ক : ক্লাস রুমে কিশোর ছাত্রের সঙ্গে যৌন মিলনের অভিযোগে গ্রেফতার করা হল এক শিক্ষিকাকে। ১৫ বছরের ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হলে, শিক্ষিকার গোপনাঙ্গে ট্যাটুর কথা জানায় সে। তখনই পুলিশ নিশ্চিত হয় সেই ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন ৩২ বছরের শিক্ষিকা।

টেক্সাসের ব্র্যাজোস্পোর্টস হাইস্কুলে ইংরাজি পড়াতেন গিয়ানা বেডনারস্কি। গত ডিসেম্বরেই গিয়ানার সঙ্গে এক ছাত্রের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ হয় স্কুলের ডিস্ট্রিক্ট অফিসারের। বাস্কেটবল গেম চলাকালীন তিনি লক্ষ করেন, শুধুমাত্র একটি ছাত্রের জন্যই খাবার নিয়ে আসেন গিয়ানা। তাকে ওই ছাত্রের সঙ্গে বিভিন্ন সময়ে আলাদা করে কথা বলতেও দেখা যায়। ছাত্রটির বন্ধুবান্ধবরা জানিয়েছে, কিছুদিন ধরেই বেশ হতাশ থাকত ছেলেটি।

জানুয়ারিতে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে, তারা তদন্ত শুরু করে। ছাত্রটি স্কুলের ডিস্ট্রিক্ট অফিসারদের তার ফোন দেখার অনুমতি দেয়। তখনই দেখা যায়, ছাত্রের ফোনে গিয়ানার নাম্বার রয়েছে। তারা একে-অপরকে ইমেল ও স্ন্যাপচ্যাটও করেছে বলে দেখা যায়। পাঠানো হয়েছে নানা নগ্ন ছবিও।

দুজনেই প্রথমে তাদের মধ্যে সম্পর্ক থাকার কথা অস্বীকার করলেও পরে সব স্বীকার করে ছাত্রটি। সে শিক্ষিকার শরীরের গোপনাঙ্গে থাকা ট্যাটুরও বর্ণনা দেয় পুলিশকে। সে জানায়, স্কুলের ক্লাসরুমে দু’বার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন শিক্ষিকা। এরপরই গিয়ানাকে গ্রেফতার করে পুলিশ। পরে ৫০,০০০ মার্কিন ডলারের বিনিময়ে বন্ডে তাকে জামিন দেওয়া হয়। তাকে বরখাস্ত করা হয়েছে স্কুল থেকে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...