১৫ বছরের নাবালিকাকে তিন দিন ধরে ধর্ষণ!

rape

পিবিএ ডেস্ক : ভারতে ১৫ বছরের একটি মেয়েকে চারজন মিলে তিনদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, শিশু কল্যাণ কমিটির সদস্য কটকের এক স্টেশান থেকে মেয়েটিকে উদ্ধার করেছে। শিশু কল্যাণ কমিটির সদস্য অমিয়া বিসওয়াল জানিয়েছেন যে, উদ্ধার করা মেয়েটি আংগুল জেলার। তার পরিচিত তিনজনের সাথে সভায় অংশ গ্রহণ করার জন্য সে ওখানে এসেছিল শনিবার।

সভা শেষ হয়ে যাওয়ার পরে, এই নাবালিকাকে মঙ্গলবাগ স্কয়ারে ফেলে রেখে তারা চলে যায় সবাই। সেখান থেকেই তাকে কাছের একটি বাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।

রেলওয়ে পুলিশের (GRP) কাছে মেয়েটি তার জবানবন্দীতে জানিয়েছে ‘আজ সকালে আমি কোনোক্রমে সেখান থেকে পালতে সক্ষম হই, আর একজন অটো ড্রাইভারকে আমাকে কটক স্টেশনে ছাড়ার জন্য অনুরোধ করি।’ তারপরেই মঙ্গলবার তাকে শিশু কল্যাণ বিভাগের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ মেয়েটিক উদ্ধার করে তার চিকিৎসার ব্যবস্থা করে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...

preload imagepreload image