পিবিএ ডেস্ক: দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রতিরক্ষায় গুরুত্ব দিয়েছে মোদী সরকার। এর অংশ হিসেবে ১১৪টি যুদ্ধ বিমান কিনতে চায় ভারত। যার জন্য দরপত্র আহ্বান করার ব্যবস্থাও পাকা। যেটি হলে সেটি বিশ্বের সব থেকে বড় প্রতিরক্ষা চুক্তি হবে। এই যুদ্ধ বিমান ভারতের সেনাবাহিনীতে যুক্ত হলে প্রতিবেশীর তুলনায় শক্তি অনেকটাই বেড়ে যাবে।চুক্তি হতে পারে ১৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের। বিশ্বের তাবড় প্রতিরক্ষা সংস্থাগুলি, যার মধ্যে রয়েছে বোয়িং কোম্পানি, ল্যাকহিড মার্টিন কর্পোরেশন এবং সুইডেনের সাব এবি এব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। তবে চুক্তি পাকা হলে ৮৫ শতাংশই ভারতে তৈরি হবে ওই সব যুদ্ধ বিমান।
দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা নরেন্দ্র মোদী সরকারের অন্যতম চ্যালেঞ্জ। তার প্রথম ৫ বছরের শাসন কালে উল্লেখযোগ্য প্রতিরক্ষা চুক্তিতে তাকে অংশ নিতে শোনা যায়নি। কিন্তু এরই মধ্যে চীন ও পাকিস্তানের দিক থেকে হুমকি বেড়েছে।
সংসদে প্রতিরক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েক বলেছেন, যে সব সংস্থা আগ্রহ দেখিয়েছে তাদের বিচার করে দেখা হচ্ছে। তবে এবিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। দি হ্যান্ট।
পিবিএ/বাখ