১৮ বছর যুদ্ধের পর তালেবান-যুক্তরাষ্ট্রের চুক্তিতে যা থাকছে

পিবিএ ডেস্ক: আফগানিস্তানে টানা ১৮ বছর যুদ্ধের পর সমঝোতায় এসে পৌঁছেছে তালেবান ও যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে শান্তি ফেরাতে দু পক্ষ চুক্তিতে রাজি হয়েছে। কাবুল সফরের সময় আফগান সম্প্রচারমাধ্যম টোলো নিউজকে তালেবান বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তির বিস্তারিত জানান খলিলজাদ। সোমবার ওই সাক্ষাৎকার সম্প্রচারিত হয়। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের বিনিময়ে তালেবান কর্তৃপক্ষ নিশ্চিত করবে যে আফগানিস্তান আবারও এমন কোনও সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে না যারা যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের ওপর হামলা চালাতে চায়। তিনি বলেন, আমরা একমত হয়েছি যে, যদি চুক্তি অনুযায়ী সব শর্ত ঠিকঠাক চলে তাহলে আমরা বর্তমানে উপস্থিত থাকা পাঁচটি ঘাঁটি ১৩৫ দিনের মধ্যে ছেড়ে দেব।

বর্তমানে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রায় ১৪ হাজার সেনা সদস্য রয়েছে। তালেবানের এক মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন খলিলজাদ যে পরিমাণ সেনা প্রত্যাহারের কথা বলেছেন তা ঠিকই আছে। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাকি সেনা প্রত্যাহারের বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করবে। এরমধ্যে রয়েছে আফগান সরকার ও তালেবান এর মধ্যে শান্তি আলোচনা শুরু এবং যুদ্ধবিরতি কার্যকর।

এই চুক্তির বিষয়ে কোনও মন্তব্য করার আগে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তা ভালোভাবে খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন তার এক মুখপাত্র। তিনি জানান, আফগান সরকারের কাছে এখনও প্রমাণ হতে হবে যে তালেবান আসলেই শান্তি চায়।

২০০১ সালে মার্কিন আগ্রাসন শুরুর পর থেকে বর্তমানে আফগানিস্তানের সবচেয়ে বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে তালেবান। বিদ্রোহী গোষ্ঠীটি আফগান সরকারকে যুক্তরাষ্ট্রের পুতুল আখ্যা দিয়ে তাদের সঙ্গে কোনও আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

২০০১ সালে আফগানিস্তানে মার্কিন আগ্রাসন শুরুর পর আন্তর্জাতিক জোটের প্রায় সাড়ে তিন হাজার সদস্য নিহত হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যই রয়েছে প্রায় দুই হাজার তিনশো জন। তবে আফগানিস্তানের বেসামরিক, তালেবান বিদ্রোহী ও সরকারি সেনার সংখ্যা নির্দিষ্ট করা কঠিন। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয় আফগান যুদ্ধে ৩২ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইন্সটিটিউট জানায় এই যুদ্ধে ৫৮ হাজার নিরাপত্তা সদস্য ও প্রায় ৪২ হাজার বিদ্রোহী সেনা নিহত হয়েছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...