পিবিএ ডেস্ক: ১ জিবি ইন্টারনেট প্যাক ৩০ দিনের মেয়াদে কিনতে সবচেয়ে বেশি টাকা গুনতে হয় গ্রামীণফোনে
মুল্য ১৮৯ টাকা সকল চার্জ সহ।
আর বাংলা লিংক এ ৩০ দিনের মেয়াদ এ ১ জিবির কোন প্যাক না পেলেও ২০৯ টাকায় ২ জিবি পাওয়া যায়, সে হিসেবে ১ জিবির দাম ১০৫ টাকা।
রবি তে ১১৯ টাকায় ১ জিবি ৩০ দিনের জন্য তবে এয়ারটেল এর ক্ষেত্রে *৪# ডায়াল করে তালিকা থেকে ১০৯ টাকায় ১ জিবি যেমন কেনা যাবে। তেমনি *১২৩*১৪৮# ডায়াল করে ১৪৮ টাকায় পাওয়া যাবে ১ জিবি ও ১৫০ মিনিট ১ মাস এর মেয়াদ এ (বিঃ দ্রঃ এই অফার টি মাই এয়ারটেল এপ দিয়ে কিনলে ১ জিবির পরিবর্তে ৩ জিবি ও ১৫০ মিনিট এর পরিবর্তে ২৫০ মিনিট পেতে পারেন – এটি সীমিত সময়ের জন্য)
টেলিটকে, টেলিটকে রেগুলার প্যাক আছে ২০১ টাকায় ৩ জিবি ৩০ দিন, প্রতি জিবির দাম পরছে প্রায় ৬৬ টাকা) টেলিটকের বেশিরভাগ গ্রাহক আগামি ও বর্ণমালা সিম ব্যবহার করে যাতে ১ জিবি ৩০ দিন এর জন্য ৪৪ টাকা।
পিবিএ/এএম