২০০ পুরুষের সঙ্গে সেক্স করেছেন লরি!

Lorry

পিবিএ ডেস্ক : এক রাতে ছয় জনের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন ব্রিটেনের শেফিল্ডের ৩০ বছর বয়সী লরি জেড উডরুফ। ব্যক্তিগত জীবনে এক সন্তানের জননী লরি নিজেকে ‘যৌনাসাক্ত’ বলেই আখ্যায়িত করেছেন। লরির হিসাব অনুযায়ী প্রায় ২০০ পুরুষের সঙ্গে যৌনাচার করেছেন তিনি। এ প্রসঙ্গে লরি বলেন, ‘আমি অপরিচিত কিংবা স্বল্প পরিচিত মানুষের সঙ্গে সেক্স করতে ভালবাসি। এদের বেশিরভাগই ছিলো ইন্সটাগ্রামের মাধ্যমে পরিচিত। তারা মেসেজে আমার ছবি এবং শরীরের নানা দিক নিয়ে কথা বলতো। এক সময় আমি এদেরকে একজন একজন করে ভোগ করি।’

লরি স্বীকার করেন যে, এতোটা ঠিক নয়। কিন্তু এটাও বলেছেন যে, ‘আমি নিজেকে নিয়ন্ত্রন করতে পারিনি। আমি আসলে যৌনাসক্ত। সেক্স ছাড়া আমি থাকতে পারি না।’ লরি জানান, মাত্র ১২ বছর বয়সে তিনি কুমারিত্ব হারান। এরপর থেকেই তার মাঝে যৌন উন্মাদনা বাড়তে থাকে। লরি আশেপাশের প্রায় সব সেক্স পার্টিতেই হাজির থাকেন। এই লরির এক প্রেমিকও ছিল। তার নাম ইয়ান। ইয়ানের সঙ্গে বিশ্বস্ত জীবনযাপন করার শর্তে তাকে বিয়ে করেছিলেন লরি। কিন্তু শেষ পর্যন্ত তাদের সংসার টেকেনি। সংসারের স্মৃতিস্বরূপ রয়ে গেছে তাদের এক ছেলে সন্তান হেনরি।

সংসার ভাঙার দোষটা নিজের কাঁধে তুলে নিয়ে লরি বলেছেন, ‘আমার যৌনাসক্তির কারণে আমাকে ছেড়ে গেছে ইয়ান।একদির লিভারপুলে এক বড় সেক্স পার্টিতে আমাকে নিয়ে গিয়েছিলো ইয়ান। সেখানে আমি এক সঙ্গে ছয়জনের সঙ্গে সেক্স করেছিলাম। এটা দেখে ক্ষিপ্ত হয়েই ইয়ান বিদায় নেয় আমার জীবন থেকে।’ লরি তার এই যৌনাসক্ত জীবনের দিনলিপি নিয়ে একটি বই লিখেছেন। বইয়ের নাম ‘ডায়েরি অফ এ সেক্স এডিক্ট’। বইটিতে তিনি তার জীবনের নানা ঘটনা বর্নণা করেছেন।

পিবিএ/জিজি

আরও পড়ুন...