পিবিএ,ঢাকা: বাংলাদেশের ক্রিকেটের জন্য এ বছরটা ব্যস্ত সূচিতে ঠাসা। ২০১৯ সালে অনুষ্ঠিত হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। ক্রিকেটের এই মহাযজ্ঞ বসবে ইংল্যান্ডে। অবশ্য টাইগারদের বছরের শুরুটা হচ্ছে ঘরোয়া ক্রিকেট লিগের জনপ্রিয় আসর বিপিএল দিয়ে। ৫ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের ষষ্ঠ আসর। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড সফর রয়েছে মাশরাফি-সাকিবদের। এক নজের দেখে নিন ২০১৯ সালে টাইগারদের প্রস্তাবিত সূচিতে কোন কোন দলের বিপক্ষে সিরিজ রয়েছে।
ফেব্রুয়ারি-মার্চ
বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর। এ সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন টেস্ট ও তিন ওয়ানডে খেলবে টাইগাররা।
মে
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ।
(ত্রিদেশীয় সিরিজ)
এতে অংশ নেবে বাংলাদেশ-আফগানিস্তান ও স্বাগতিক আয়ারল্যান্ড।
৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। চলবে ১৪ জুলাই পর্যন্ত।
জুলাই
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ।
অক্টোবর
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অক্টোবর
১ টেস্ট ও ২টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান।
নভেম্বর
ভারত সফরে যাবে টাইগাররা। এ সফরে স্বাগতিকদের বিপক্ষে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
ডিসেম্বর
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ।
পিবিএ/এফএস