পিবিএ ডেস্ক: ২০২০ টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হল তিন বারের সোনাজয়ী পাকিস্তানের হকি দল। যোগ্যতা অর্জন পর্বে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৬-১ গোলের হারই প্রতিযোগিতা থেকে ছিটকে দেয় পাকিস্তানের হকি দলকে। প্রথম ও দ্বিতীয় ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২০২০ অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে ৪-৪ গোলে ড্র করে পাকিস্তান।
দ্বিতীয় ম্যাচে অপ্রতিরোধ্য হয়ে ওঠে ডাচ দল। পাকিস্তানের বিরুদ্ধে ৬-১ গোলের জয় হাসিল করে ওরেঞ্জরা। নেদারল্যান্ডসের হয়ে ২টি গোল করেন মিংক ভ্যান ডার ওয়েরডেন। একটি করে গোল করেন বর্ন কেলারম্যান, মাইক্রো প্রুইজসের, টিরেন্স পিয়েটার্স ও জিপ জানসিন। এগ্রিগেটে পিছিয়ে শক্তিশালী নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২০২০ টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ ৪-৪ গোলে ড্র করতে সক্ষম হয় পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ম্যাচে ডাচদের বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়তে পারেননি রিজওয়ান আলিরা।
এগ্রিগেটে ১০-৫ গোলের ব্যবধানে পিছিয়ে অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় পাকিস্তান। তিন বারের সোনাজয়ী পাকিস্তান টোকিও অলিম্পিক থেকে ছিটকে যাওয়ায় হতাশ হয়েছেন হকি প্রেমীরা।
১৯৬০, ১৯৬৮, ১৯৮৪ সালের অলিম্পিকে সোনাজয়ী দলের টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়াকে ইন্দ্রপতন বলে মনে করা হচ্ছে। শেষবার মেডেল ১৯৯২ সালে শেষবার অলিম্পিকে মেডেল জিতেছিল পাকিস্তানের হকি দল। সেবার ব্রোঞ্জ জিতেছিল পাকিস্তান।
পিবিএ/আম