২০ হাজার টাকা চাঁদা চাওয়ায় ঢাকা উত্তরের ছাত্রলীগ নেতা কারাগারে

পিবিএ,ঢাকা: রাজধানীর মিরপুরে প্রজাপতি পরিবহন লিমিটেডের পাঁচটি বাস আটকে ২০ হাজার টাকা চাঁদা চাওয়ার মামলায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ১৯ নম্বর সহসভাপতি গ্রেপ্তার করেছে পুলিশ।পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রজাপতি পরিবহনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ ও ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা তারেখ দীপ্তি। বর্তমানে এর এমডি হলেন কে এম রফিকুল ইসলাম।

পুলিশ ও প্রজাপতি পরিবহন-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রজাপতি পরিবহনের কাছে মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ। চাঁদা না দেওয়ায় গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর ২ নম্বর সেকশনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে প্রজাপতি পরিবহনের পাঁচটি যাত্রীবাহী বাস থামান আরিফুল ইসলাম ও তাঁর ১০ থেকে ১৫ অনুসারী। তাঁরা পাঁচটি বাসের সব যাত্রী নামিয়ে দিয়ে সেগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেন এবং পরিবহনের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেন। এ সময় তাঁরা বাসের চালক ও সহকারীদের চাঁদা না দিলে রাস্তায় কোনো বাসের চাকা ঘুরবে না বলে হুমকি দেন। এ ঘটনায় সেদিন রাতেই প্রজাপতি পরিবহনের রোড ইনচার্জ মো. তানজিল ছাত্রলীগ নেতা আরিফ ও অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলা নম্বর ৩৯।

মিরপুর জোনের সিনিয়র সহকারী কমিশনার খাইরুল আমিন এনটিভি অনলাইনকে বলেন, শনিবার প্রজাপতি পরিবহনের পাঁচটি বাস আটক রেখে আরিফুল ইসলাম আরিফ নামের একজন ২০ হাজার টাকা চাঁদা চান। পরে কোম্পানির এমডির পক্ষ থেকে রোড ইনচার্জ মো. তানজিল রাতেই মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলা করার পর রাতেই মিরপুর থানা পুলিশ আরিফুলকে গ্রেপ্তার করে।

এদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোহাম্মদ আসাদ বলেন, মিরপুর থানার চাঁদাবাজির মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহ আলম গতকাল রোববার আসামি আরিফকে সিএমএম আদালতে হাজির করে তিন দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মইনুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল করে আরিফকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পিবিএ/ইকে

আরও পড়ুন...