২১ এপ্রিলই শবে বরাত: ধর্ম প্রতিমন্ত্রী

পিবিএ,ঢাকা: শাবান মাসের চাঁদ দেখা নিয়ে বিতর্কের অবসান ঘটাতে আলেম-ওলামাদের নিয়ে গঠিত ১১ সদস্যের সাব-কমিটি আগামী ২১ এপ্রিল দিনগত রাতেই শবে বরাত পালনের সিদ্ধান্ত দিয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে শাবান মাসের শুরু এবং শবে বরাতের তারিখ নির্ধারণ প্রশ্নে ইসলামিক ফাউন্ডেশন যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তার সাথে ভিন্ন মত পোষণ করে হাইকোর্টে আপিল করেছিল একটি ধর্মীয় প্রতিষ্ঠান।

আবেদনকারীর বক্তব্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে লিখিত আকারে গ্রহণ করার জন্য বলেছেন আদালত। একই সঙ্গে আদালত আবেদনকারীকে ১৭ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন।

সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। আবেদনের পক্ষে ছিলেন মো. খুরশিদ আলম খান।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল দেশে কোথাও চাঁদ দেখা যায়নি উল্লেখ করে আগামী ২১ই এপ্রিল [রবিবার] দিবাগত রাতে শব-ই-বরাতের তারিখ নির্ধারণ করেছিল ইসলামিক ফাউন্ডেশন।

কিন্তু মজলিসে রুইয়াতুল হিলাল নামের একটি সংগঠন ৬ এপ্রিল চাঁদ দেখা গেছে দাবী করে সাংবাদিক সম্মেলন করলে জরুরী বৈঠক ডাকে ইফা, যেখানে ঐ সংগঠনের নেতৃবৃন্দও ছিলেন। বৈঠকের পর সচিব জানান, এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে এবং আগামী ১৭ এপ্রিল এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

ইফা সচিব কাজী নূরুল ইসলাম বলেন, ভিন্নমত আসায় শনিবার তারা বৈঠক করেছেন যেখানে ভিন্নমত প্রদানকারীরাও যোগ দিয়েছিলেন।

“আমরা আলেম-ওলামাদের সমন্বয়ে এগারো সদস্যের একটি উপ-কমিটি করেছি। আশা করছি আগামী দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আমরা পাবো।”

কিন্তু বৈঠকে ভিন্ন মতের লোকদের বক্তব্য ভাল করে শোনা হয়নি দাবী করে তারা আদালতে মামলা করেন।

মজলিসে রুইয়াতুল হিলালের প্রেসিডেন্ট এবিএম রুহুল হাসান বলেন, ওই বৈঠকে তাদের বক্তব্য ঠিক মতো শোনা হয়নি।

তিনি বলেন, “২০শে এপ্রিল শব-ই-বরাত পালনের কথা। অথচ তারা ২১শে এপ্রিল [পালনের] ঘোষণা দিয়েছে।”

“কিন্তু আমরা চাই শরিয়ত অনুযায়ী কাজ হোক। সঠিক তারিখে হোক। ধর্মীয় চেতনা থেকেই এটা বলছি আমরা।”

পিবিএ/এএইচ

আরও পড়ুন...