পিবিএ,ইবি প্রতিনিধি: দীর্ঘ প্রায় ২১ মাস পর পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। সোমবার (৯ ডিসেম্বর) এটি চালু করা হয়। আগামী ৫ জানুয়ারি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এর উদ্বোধন করবেন।
পরীক্ষামূলকভাবে চালুর দিন দুপুর বারোটার দিকে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের নির্দেশ দেন। উপাচার্য ক্যাফেটেরিয়ার সংশ্লিষ্ট সকলকে ছাত্র-ছাত্রীদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করার নির্দেশ দেন। তিনি বলেন, খাবার সবসময় ঢেকে রাখবেন। ক্যাফেটেরিয়ারে বসে কেউ যেন ধূমপান না করে। আমরা এই ক্যাম্পাসকে ধূমপানমুক্ত করবো। এসময় উপাচার্য ক্যাফেটেরিয়ায় খাবার খান এবং নিজে কাউন্টারে যেয়ে বিল পরিশোধ করেন।
এসময় ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি এবং কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।