২২৬০ জন যাত্রী নিয়ে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক স্টেশন ফিরল বিশেষ ট্রেন

পিবিএ,চুয়াডাঙ্গা: ভারতের মেদেনীপুরের ‘আঞ্জুমান-ই-কাদেরীয়া’র ১১৮তম ওরস শরিফ শেষে তিন দিন পর বাংলাদেশ ফিরেছে যাত্রীবাহী বিশেষ ট্রেন। মঙ্গলবার ট্রেনটি ভারতে থেকে ছেড়ে এসে বিকালে চুয়াডাঙ্গা দর্শনা আন্তজার্তিক রেল স্টেশনে এসে থামে।

আন্তজার্তিক রেল স্টেশনের সুপারইন্ডেট লিয়াকত হোসেন বলেন গত শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ২৪ বগির বিশেষ ট্রেনটি চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক স্টেশন দিয়ে ভারতে প্রবেশ করে।ওরস শরিফের যাওয়া এক ট্রেন যাত্রী বলেন প্রতি বছর বাংলাদেশের আঞ্জুমান-ই-কাদেরীয়ার ভক্তরা ভারতে ওরস শরিফে যান।

উল্লেখ্য গত শনিবার রাজবাড়ী স্টেশন থেকে ২২৬০ জন যাত্রী নিয়ে বিশেষ ট্রেনটি ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এই ওরশের বিশেষ চলাচলের ব্যবস্থা করে আসছে।

পিবিএ/টিটি/এমএসএম

আরও পড়ুন...