২২ বছর পর সেন্টমার্টিনে আবারো বিজিবি মোতায়েন

দীর্ঘ ২২ বছর পর দেশের সর্বদক্ষিণ সীমান্ত সেন্টমার্টিনে আবারো বিজিবি মোতায়েন করা হয়েছে।

পিবিএ ডেস্ক: দীর্ঘ ২২ বছর পর দেশের সর্বদক্ষিণ সীমান্ত সেন্টমার্টিনে আবারো বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ সকালে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ১ প্লাটুন বিজিবি সদস্য রওনা দেয়। তারা সেখানে অবস্থান করে সীমান্ত নিরাপত্তায় নিয়মিত দায়িত্ব পালন করবেন।

উপকূল রক্ষী বাহিনী কোস্টগার্ডের পাশাপাশি এখন মিয়ানমার সীমান্তবর্তী সেন্ট মার্টিনে দায়িত্ব পালনে থাকবে বিজিবি।

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার দুপুরে বিজিবির এক প্লাটুন সদস্য দেশের সর্বদক্ষিণের এই দ্বীপে অবস্থান নেয়। এখন থেকে তারা সেখানে সীমান্ত নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন বাহিনীর কর্মকর্তারা।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দ্বীপটিতে ২২ বছর পর আবার বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল জামান বলেন, মূলত চোরাচালান, মাদকপাচার ও মানবপাচার প্রতিরোধের পাশাপাশি সীমান্ত সুরক্ষার উদ্দেশ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে—এটা বিজিবির নিয়মিত কাজেরই অংশ।

সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, বেলা ১২টার দিকে শতাধিক বিজিবি সদস্য দ্বীপটি পৌঁছেছে।

উল্লেখ্য, ১৯৯৭ সাল পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপের নিরাপত্তায় বিজিবি মোতায়েন ছিলো।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...