২৩ এপ্রিল কুবিতে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন

 

পিবিএ,কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কলা ও মানবিক অনুষদের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৯। আগামী ২৩ এপ্রিল (মঙ্গলবার) কলাঅনুষদ ভবনের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের উদ্যোগ এবং বাংলা ও ইংরেজি বিভাগের যৌথ ব্যবস্থাপনায় অনুষদের ইতিহাসে প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আন্তর্জাতিক সম্মেলনটি।
অনুষ্ঠানসূচিতে সোমবার সকাল ৯:৩০ টায় সম্মেলনের উদ্বোধন করবেন খ্যাতিমান রবীন্দ্র গবেষক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ।
সম্মেলনের আহবায়ক এবং কলা মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. তপোধীর ভট্টাচার্য। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন সম্মেলনে।

উল্লেখ্য, সম্মেলনের সেমিনার পর্ব শেষে বাংলা বিভাগ ও ইংরেজি বিভাগের যৌথ প্রযোজনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত হবে। এতে আবৃত্তি, নাচ, গান এবং নাটিকা প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।

পিবিএ/এনএইজ/হক

আরও পড়ুন...