পিবিএ,গাইবান্ধা: কাউনিয়া-গাইবান্ধা-বোনারপাড়া-সান্তাহার রুটে দীর্ঘ ২৩ দিন পর আজ রাজধানী ঢাকার সাথে সরাসরি ট্রেন চলাচল চালু হয়েছে।
গত ১৬ জুলাই থেকে বন্যার পানির তোড়ে গাইবান্ধার আপ স্টেশন ত্রিমোহিনী-বাদিয়াখালী-বোনারপাড়া পর্যন্ত- ১ হাজার ফুট রেল লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
গত ২ আগস্ট শুক্রবার বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ত্রিমোহিনী-বাদিয়াখালী-বোনারপাড়া পর্যন্ত ক্ষতিগ্রস্থ রেল লাইন পরিদর্শন করেন এবং জরুরী ভিত্তিতে রেল লাইন মেরামতের উপর গুরুত্বারোপ করেন।
সেসময় গাইবান্ধায় সাংবাদিকদের সম্মুখে ঘোষণা করেছিলেন আসন্ন ঈদুল আজহার পূর্বে ৮ জুলাই থেকে যে কোনমূল্যে উত্তরাঞ্চলের সাথে লালমনিরহাট-সান্তাহার রুটে রেল যোগাযোগ পুনঃ স্থাপিত করা হবে।
অতঃপর রেল মন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্থ এলাকায় দ্রুত মেরামত কাজ সম্পন্ন হয় এবং তাঁর ঘোষিত নির্দিষ্ট দিন থেকেই সরাসরি ট্রেন চলাচল পুনঃ স্থাপিত হয়।
এর আগে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্থ রেললাইন পরিদর্শন করেন এবং মেরামতের কাজ সার্বক্ষনিক তত্ত্বাবধান করেছেন।
পিবিএ/মোঃ স্বজন ইসলাম/ইকে