পিবিএ ডেস্ক: ড্রু বিনস্কি একজন পর্যটক৷ তিনি বেড়াতে ভালোবাসেন এবং বেড়াতে গিয়ে নানা মজার ও ভিন্ন ধরনের ভিডিও প্রতিবেদন করেন৷ ভারতের কোচিতে গিয়ে এমনই এক দম্পতির কথা তুলে ধরেছেন, যা এখন ভাইরাল৷
ড্রু ভারতীয় চায়ের ভক্ত৷ কোচিতে ঘুরতে গিয়ে এক সাধারণ চায়ের দোকানে যান চা খেতে৷ ‘শ্রী বালাজি কফি হাউজ’ নামের ঐ দোকানটি চালান সত্তরোর্ধ্ব এক দম্পতি৷ তাঁরা হলেন বিজায়ান এবং মোহনা৷ এই দম্পতির জীবনকাহিনি তুলে ধরেছেন ড্রু৷ ৫৫ বছর আগে বিশ্ব ভ্রমণের স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিলেন বিজায়ান৷ তখন পুঁজি ছিল ভীষণ কম৷ তাই রাস্তায় রাস্তায় চা বিক্রি করতেন৷ এর ১০ বছর পর বিয়ে করেন মোহনাকে৷ বিজায়ানের স্বপ্নের সঙ্গে মোহনার স্বপ্নও যুক্ত হয়৷ ফলে এই দম্পতির পথচলাটা সহজ হয়েছে৷ গত কয়েক দশক ধরে প্রতিদিন তিনশ’ টাকা করে সঞ্চয় করেছেন এই দম্পতি৷ উদ্দেশ্য– বিদেশ ভ্রমণ৷ ব্যাংক থেকে ঋণ এবং জমানো অর্থ দিয়ে এ পর্যন্ত ২৩টি দেশ ঘুরেছেন তাঁরা৷ প্রতিবার ঘুরতে যাওয়ার পরের তিন বছর তাঁরা ব্যাংকের ঋণ শোধ করেন৷ ইউরোপ থেকে লাতিন অ্যামেরিকা, এমনকি যুক্তরাষ্ট্র সফর করেছেন, কিন্তু এখনো ভ্রমণের স্বপ্ন শেষ হয়নি তাঁদের৷
ড্রু মনে করেন, এই দম্পতির কাহিনি ভ্রমণে সবাইকে উৎসাহ দেবে, যাঁরা মনে করেন স্বপ্ন পূরণের ক্ষেত্রে অর্থ একটা বিরাট বাধা৷ তাঁর ফেসবুক পাতায় গত সপ্তাহে ভিডিওটি পোস্ট করেন ড্রু বিনস্কি৷ খুব দ্রুত ভাইরাল হয়ে যায় এটি৷ এক সপ্তাহে এটি দেখা হয়েছে ৮৮ লাখ বার৷ ১ লাখ ৫৫ হাজার বার শেয়ার হয়েছে৷
পিবিএ /জেআই