পিবিএ,ঢাকা: আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পথচলা। টেস্ট ফরম্যাটে বাংলাদেশের বলার মতো কোনো সাফল্য নেই। মাঝে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেলেও সেটা হয়তো অঘটনই বলা যায়।
শনিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প শুরু হবে ২৫ অক্টোবর। তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি।’
তিনি আরও বলেছেন, ‘ঘরের মাঠে ভারত দারুণ শক্তিশালী দল। সফরটা তাই আমাদের জন্য ভীষণ কঠিন। এই সফর দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে বাংলাদেশের। তাই এ বছর দুটো দলকে (‘এ’ দল ও অনূর্ধ্ব-২৩ দল) আমরা ভারতে পাঠিয়েছিলাম। ১০ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। সব মিলিয়ে ভালো প্রস্তুতি নিয়েই ভারতে যাবে দল।’
ওয়ানডে আর টি-টোয়েন্টির পাশাপাশি সম্প্রতি টেস্ট দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে নিল ম্যাকেঞ্জিকে। যদিও গুঞ্জন শোনা যাচ্ছিল, দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার নাকি পারিবারিক কারণে এই দায়িত্ব নিতে রাজি নন।
আকরাম অবশ্য জানালেন অন্য কথা, ‘ম্যাকেঞ্জির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। অনুশীলন ক্যাম্প শুরুর আগেই তিনি ঢাকায় আসবেন। আপাতত প্রথম টেস্টের সময় দায়িত্ব পালন করতে রাজি হয়েছেন তিনি। দ্বিতীয় টেস্টে থাকবেন কিনা এখনই বলা যাচ্ছে না। এ নিয়ে তার সঙ্গে আলোচনা করবো আমরা।’
পিবিএ/ইকে