২৫ কিমি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

পিবিএ, ঢাকা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার রাত থেকে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। মেঘনা টোল প্লাজার দুই পাশে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজটে নাকাল এ মহাসড়ক দিয়ে চলাচলকারীরা।

টোল প্লাজায় পণ্যবাহী যানবাহনের ওজন মাপার মেশিনের কারণে টোল আদায়ে ধীরগতি এবং কয়েকটি স্থানে রাস্তার ওপর গাড়ি বিকল হয়ে পড়ায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী গাড়ি। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া যানজট স্থায়ী না হলেও গাড়ির গতি কম থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. কাইয়ুম আলী সরদার বলেন, নির্মাণাধীন দ্বিতীয় গোমতী, মেঘনা ও কাঁচপুর সেতুর কারণে এ মহাসড়কে যানজট নিত্যদিনের ঘটনা। তার উপর সম্প্রতি মহাসড়কে পণ্যবাহী গাড়ির চাপ বেড়েছে। তাই মেঘনা টোল প্লাজায় চাপ বেড়েছে। এ ছাড়া দাইদকান্দির জামালদী ও বন্দরের লাঙ্গলবন্দসহ কয়েকটি স্থানে দুর্ঘটনাকবলিত গাড়ি মহাসড়কের যানজটে নতুনমাত্রা যোগ করেছে। বুধবার সকালে বিকল গাড়িগুলো রাস্তা থেকে সরানোর পর সড়কে যানজট কমতে থাকে বলে তিনি দাবি করেন।

পিবিএ/এসআই

আরও পড়ুন...