সিলেটে পাইকারি বাজারে ২৫ টাকা কেজির কাঁচামরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৩০-১৫০ টাকায়। তবে সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৪০ টাকা। এছাড়াও পেঁয়াজ, ডিম, বড় মসুর ডাল কেজিতে ৫-১০ টাকা কমেছে। বেড়েছে আদা, রসুন ও চালের দাম। কেজিতে ৮-১০ টাকা বেড়েছে এসব পণ্যের।
শনিবার (২৭ আগস্ট) সিলেটের সোবহানিঘাট, আম্বরখানা, বন্দরবাজার, রিকাবীবাজার, মেডিকেল রোড, কাজিরবাজর ও কালিঘাটসহ বেশ কয়েকটি বাজার ঘুরে নিত্যপণ্যের এমন চিত্র দেখা যায়।
নগরীর সোবহানিঘাট সবজি মার্কেটে গিয়ে দেখা গেছে, কাঁচামরিচ ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে রিকাবীবাজার, মেডিকেল রোডে গিয়ে দেখা গেলো ভিন্নচিত্র। সে মরিচ এখানে বিক্রি হচ্ছে ১৩০-১৫০ টাকায়। পাইকারি ও খুচরা বাজারে দামের এমন ফারাক কেন জানতে চাইলে খুচরা ব্যবসায়ীরা জানান, বেশি দামে কেনায় এ দরে বিক্রি করতে হচ্ছে।
সিলেটে কেজিপ্রতি ৫ টাকা করে কমেছে পেঁয়াজের দাম, মুরগির লাল ডিম হালিতে কমেছে ১০ টাকা করে। সয়াবিন তেল আগের দামে বিক্রি হচ্ছে। সব ধরনের সবজির বাজার স্থিতিশীল। আতপ ও সিদ্ধ চালের দাম বেড়েছে কেজিতে ৮ টাকা।
সিলেট মেডিকেল রোডের লিবার্টি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক আলমগীর হোসেন বলেন, চায়না আদা গত সপ্তাহে ১২০টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে ১০ টাকা বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। চায়না রসুন গত সপ্তাহে ১২০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ এ রসুনের কেজি ১৩০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। বড় মসুর ডালের দাম কেজিতে কমেছে ১০ টাকা করে। গত সপ্তাহে এ ডাল ১২০ টাকায় বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ১১০ টাকা করে।
বাজারে গরুর মাংসের দাম স্থিতিশীল রয়েছে। গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়।
রিকাবীবাজারের সবজি বিক্রেতা মো. সুরুজ আলী জানান, প্রতি হালি কাঁচকলা ৩০-৩৫ টাকা, প্রতি কেজি বেগুন ৪০-৫০ টাকা, পেঁপের কেজি ৩০-৩৫ টাকা, ডাটার আঁটি ২০-২৫ টাকা, পানি লাউ মিডিয়াম ৬০ টাকা পিস, টক আমড়া ৩৫-৪০ টাকা কেজি, টমেটোর কেজি ১১০ টাকা, ঝিঙা ৫৫ টাকা, চিচিঙা ৩৫-৪০ টাকা, করলা ৪৫ টাকা, মুলা ৩৫ টাকা, পাতাকপির কেজি ৬০ ও প্রতি কেজি শসা ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় উপ-পরিচালক মো. ফখরুল ইসলাম বলেন, নিত্যপণ্য অতিরিক্ত দরে বিক্রি করতে না পারেন সেজন্য আমাদের একাধিক দল বাজার তদারকি করছে।