২৮ জানুয়ারী শীতার্তদের বস্ত্র প্রদান করবে এনডিবি

NDB-PBA
এনডিবির শীতার্ত সেবা ও বস্ত্র প্রদান কর্মসূচী ।

পিবিএ.ঢাকা: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে প্রতি বছরের মত এবারও দুঃস্থ্য ও শীতার্ত সেবা বস্ত্র প্রদান কর্মসূচী ২৮ জানুয়ারী সোমবার রাতে অনুষ্ঠিত হবে।

৩৩ তোপখানা রোড থেকে শুরু হয়ে নিরব পথচলায় পল্টন, মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত বস্ত্র প্রদান কর্মসূচী চলবে বলে গণমাধ্যমকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন,নতুনধারা বাংলাদেশ এনডিবির মিডিয়াসল সদস্য হরিদাস সরকার ।

একই সাথে জানানো হয়েছে যে, কোন নাগরিক এই কর্মসূচীতে সরাসরি অংশ নিতে পারবে, বিকাশের মাধ্যমে কোন সহৃদয়বান সহযোগিতা করতে চাইলে ০১৭৯৫৫৬৮১৩৭ নম্বরে করতে পারবেন।

২৮ জানুয়ারী সোমবার উক্ত কর্মসূচীতে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান মাহামুদ হাসান তাহের, মহাসচিব হাসিবুল হক পুনম, সিনিয়র যুগ্ম মহাসচিব ইব্রাহিম খলিল প্রধান, যুগ্ম মহাসচিব আনোয়ার হোসাইন ভূঁইয়া, শিক্ষা সম্পাদক আনোয়ার হোসেন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...