ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে মোটাদাগে ব্যর্থ হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। এরপরেই ঢেলে সাজানো হয় দেশটির ক্রিকেটকে। নির্বাচক থেকে অধিনায়ক সবকিছুতেই হয় ব্যাপক রদবদল।
বিশ্বকাপ চলাকালীন পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশটির ক্রিকেটাররা। সবশেষ পিএসএলে ছক্কা মারতে না পারায় বাবর-রিজওয়ানদের ফিটনেস নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন নতুন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিও।
এসব কারণেই আসন্ন টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে ২৯ ক্রিকেটারকে সম্পূর্ণ ফিট করতে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে ট্রেনিংয়ে পাঠাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সোমবার ট্রেনিংয়ের জন্য ২৯ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে পিসিবি। মঙ্গলবার থেকে দেশটির সেনাবাহিনীর ক্যাম্প কাকুলে শুরু হবে এই ট্রেনিং। আর শেষ হবে ঈদুল ফিতরের আগে, ৮ এপ্রিল।
ক্রিকেটারদের শারীরিক শক্তি বাড়াতেই মূলত তাদের ট্রেনিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ট্রেনিং শেষে যাচাইবাছাই করা হবে ক্রিকেটারদের ফিটনেস। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজের দল ঘোষণা করবে দেশটির ক্রিকেট বোর্ড।
আগামী ১৪ এপ্রিল পাকিস্তানে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এরপর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ১৮,২০ ও ২১ এপ্রিল কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ৩টি টি-২০ ম্যাচ খেলবে পাকিস্তান। বাকি ম্যাচ দুটি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৫ ও ২৭ এপ্রিল।
যেসব ক্রিকেটারদের সেনাবাহিনীর ট্রেনিংয়ে পাঠাচ্ছে পিসিবি:
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, উসামা মীর, মোহাম্মদ নওয়াজ, মেহরান মুমতাজ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, সাইম আইয়ুব, ফখর জামান, সাহেবজাদা ফারহান, হাসিবুল্লাহ, সৌদ শাকিল, উসমান খান, মোহাম্মদ হারিস, সালমান আলি আগা, আজম খান, ইফতিখার আহমেদ, ইরফান খান নিয়াজি, শাদাব খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, হাসান আলী, মোহাম্মদ আলী, জামান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আমির জামাল, হারিস রউফ ও মোহাম্মদ আমির।