২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে Gmail’র ‘Inbox’

gmail logo

পিবিএ ডেস্ক: ২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে গুগল’র একটি অতি জনপ্রিয় অ্যাপ। আর সেটি হচ্ছে জিমেই-এর ইনবক্স।

২০১৪ সালের ২২ অক্টোবর Gmail ব্যবহারকারীদের জন্য চালু হয়েছিল ‘Inbox’ অ্যাপ।

এ বার ‘Inbox’-এর পরিবর্তে ‘Bundles’ ফিচারটি যুক্ত করা হবে Gmail-এর সঙ্গে।

এই ‘Bundles’ ফিচারে একই বিষয়ের একাধিক মেইল গ্রুপ করে রাখা যাবে। এ ছাড়াও একাধিক নতুন ফিচার যুক্ত হচ্ছে Gmail-এর সঙ্গে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...