পিবিএ’মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক গ্রামে ২ স্কুল ছাত্রী আত্মহত্যার চেষ্টা চালিয়ে একজনের মৃত্যু হয়েছে। অন্যজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। আত্মহত্যাকারী ওই ছাত্রী হলো- উপজেলার মটমুড়া গ্রামের জাকির হোসেনের মেয়ে ও মটমুড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী আইরিন সুলতানা। আত্মহত্যার ব্যর্থ চেষ্টাকারী ওই ছাত্রী হলো- মহাম্মদপুর গ্রামের হাফিজুর রহমানের মেয়ে অন্তরা খাতুন।
মঙ্গলবার দিবাগত মধ্যেরাত থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দুটি ঘটনা ঘটে।
স্থানীয়রা পিবিএ’কে জানান,আইরিন কয়েকদিন ধরে তার পছন্দের শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার জন্য প্রস্তুতি নিয়ে আসছিল। কিন্তু তার বাবা অন্য শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার জন্য চাপ সৃষ্টি করেন। এনিয়ে বাবার উপর অভিমানে সে রাতে নিজ ঘরে বিষপান করে। এ সময় পরিবারের সদস্যরা টের পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়। তার শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করে। বুধবার সকালে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
অন্যদিকে অন্তরা খাতুন এবারের এসএস সি পরীক্ষায় ফেল করায় অভিমানে বুধবার সকাল ৮টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় পরিবার ও প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থা আশঙ্কজনক বলে ডাক্তার জনিয়েছেন।
গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম পিবিএ’কে জানান,ঘটনা শোনার পর পুলিশের পক্ষ থেকে খোঁজখবর নেয়া হচ্ছে।
পিবিএ/এস/হক