৩য় ধাপের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: তথ্যমন্ত্রী

পিবিএ, ঢাকা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ।

তিনি বলেন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, সে তুলনায় নির্বাচনে ভোটার উপস্থিতি ভাল হয়েছে।

তথ্যমন্ত্রী জানান, সে সময় ভোটার ছিল ৩৭ শতাংশের বেশি। সেটি বাঙালি জাতির জন্য টার্নিং পয়েন্ট ছিল। সে তুলনায় প্রথম ধাপে ৪৩ শতাংশ, দ্বিতীয় ধাপে ৪১ শতাংশ হয়েছে। এবারেও (৩য় পর্বে) ৪০ শতাংশের উপরে ভোট পড়েছে।

তারপরও বিএনপি নির্বাচনে আসলে আরও ভালো হতো বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।তিনি বলেন, বিএনপি যেভাবে ভোট থেকে পালিয়ে বেড়াচ্ছে এভাবে পালাতে পালাতে রাজনীতি থেকে পালাতে হয় কিনা, সেই আশঙ্কা রয়েছে।

সোমবার (২৫ মার্চ) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ভোটার উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয় বিএনপি-ঐক্যফ্রন্ট থেকে। ফখরুল বলেছেন, সরকার বিএনপি-ঐক্যফ্রন্ট ভাঙার চেষ্টা করছে, তেল আর পানি যেভাবে এক করা যায় না, ঐক্যফ্রন্টে ডান-বামদের মিশ্রণ হয়েছে। এটি ভাঙতে উদ্যোগের দরকার নেই। আমরা চাই তারা টিকে থাকুক, গণতান্ত্রিক অবস্থা বজায় থাকুক।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যের প্রতিক্রিয়ায় তার প্রতি সম্মান রেখে হাছান মাহমুদ বলেন, একজন কমিশনার নির্বাচন কমিশনের সার্বিক বক্তব্যের বাইরে গিয়ে ব্যক্তিগত মতামত দিতে পারে কি না সেটি হচ্ছে বড় প্রশ্ন।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...