পিবিএ,ঢাকা : এ সরকার লুটেরা সরকার। এ সরকার ব্যর্থ ও জবরদখলকারী। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। সেজন্য জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বন্দুক পিস্তল দিয়ে ৩০ ডিসেম্বরের নির্বাচন ২৯ ডিসেম্বরে নিয়ে জোর করে ক্ষমতা দখল করে আছে বলেছেন,বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা গত ১২ বছর ধরে জনগণের ওপর যে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছেন, জনগণ কখনোই তা আর মেনে নেবে না। আপনাদের অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে।
তিনি বলেন, জনগণের প্রতি এ সরকারের কোনও দায়বদ্ধতা নেই। যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় এসেছে, সুতরাং জনগণের কোনও দুঃখ দুর্দশা বোঝার মতো ক্ষমতা তাদের নেই।
বিএনপি মহাসচিব আরও বলেন, এই মুহূর্তে পানি-বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করুন। অন্যথায় জনগণের যে উত্তাল তরঙ্গের সৃষ্টি হবে, সেখানে আপনারা ভেসে যাবেন
তিনি বলেন, এ ক্ষমতা দখল করে থাকার মূল উদ্দেশ্য হলো দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করা।
পিবিএ/জেডআই