৩০ তারিখে সিংহাসন ত্যাগের আনুষ্ঠানিকতা শুরু করেছেন জাপানের সম্রাট

জাপান
ক্রাউন প্রিন্স নারুহিতোই ও সম্রাট

পিবিএ ডেস্ক : জাপানের সম্রাট আকিহিতো এপ্রিল মাসের ৩০ তারিখে সিংহাসন ত্যাগের আগে নির্ধারিত বেশ কিছু আনুষ্ঠানিকতা শুরু করেছেন। সম্রাটের প্রাসাদের চত্বরের তিনটি পবিত্র স্থানে আজ প্রথম আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। প্রাচীনকালের রাজপোশাক পরিহিত সম্রাট কাশিকোদোকোরো নামে পরিচিত মূল পবিত্র স্থানটিতে প্রথমে যান।

সম্রাট সেখানে নত মস্তকে শ্রদ্ধা জানান এবং নিজের সিংহাসন ত্যাগ ও সিংহাসন ছেড়ে দেয়ার তারিখ সম্পর্কে সাম্রাজ্যের পূর্বসূরি সূর্য দেবী আমাতেরাসু-ওমিকামিকে অবহিত করতে প্রাচীন লিপিতে লেখা পাণ্ডুলিপি থেকে পাঠ করেন। সূর্যদেবী সেখানে সংরক্ষিত আছেন।

এরপর অন্য দুটি পবিত্র স্থানেও তিনি একই ধরনের আচার পালন করেন। সম্রাট পরিবারের ব্যবস্থাপনা এজেন্সি বলছে গুরুগম্ভীর ও শান্ত উপায়ে সিংহাসন ত্যাগের একগুচ্ছ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা এজেন্সি করছে।

অভিষেক আনুষ্ঠানিকতার বিপরীতে প্রধানমন্ত্রী এবং বিচার ও আইন প্রণয়ন বিভাগের প্রধানরা আজকের আনুষ্ঠানিকতায় যোগ দেন নি।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...