পিবিএ ডেস্ক: ২০২২ সালে কাতারে ৪৮ দলের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। গত বছর ফিফা কংগ্রেসে, বিশ্বকাপে দল সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করার সিদ্ধান্ত নেয়া হয়। সেটা কার্যকর হবে ২০২৬ সালের আসর থেকে। কিন্তু কাতার বিশ্বকাপেই বর্ধিত আকারের বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে বেশ কয়েকবার আভাস দিয়েছিলেন ফিফা প্রধান গিয়ান্নি ইনফান্তিনো।
তাই হলে আরো বেশি সংখ্যক মাঠের দরকার হতো। সহ-আয়োজক করার প্রয়োজন হতো কাতারের আশপাশের কোনো দেশকে। বিষয়টি বেশ জটিল বলে সেই পথে আর না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। অর্থাৎ ৩২ দল নিয়েই হচ্ছে কাতার বিশ্বকাপ।
পিবিএ/আরআই