৩৩ বছর পর অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন উপজেলা প্রশাসন

পিবিএ,হাটহাজারী: হাটহাজারীতে দীর্ঘ ৩৩ বছর পরে প্রায় চার শতক সরকারী জমি অবৈধ দখল মুক্ত করলেন উপজেলা প্রশাসন।
উদ্ধারকৃত ভূমির মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা।

উপজেলার চিকনদন্ডী মৌজার চৌধুরী হাট বাজারের নিকটবর্তী দাতারাম সড়ক সংলগ্ন চিকনদন্ডী মৌজায় অবৈধ ভাবে দখল করে এত বছর সেখানে ব্যবসা প্রতিষ্টান গড়ে তোলে ভুমি দস্যুরা। আজ বৃহস্পতিবার দুপুরে দিকে অভিযান পরিচালনা করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন নেতৃত্বে ও নির্দেশনায় সহকারী কমিশনার(ভূমি) শরীফ উল্লাহ হেলালী হাটহাজারী,অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করেন।

অবৈধ দখলদাররা ৬টি দোকান (সেনিটারি দোকান, ডিপার্টমেন্টাল স্টোর, হোটেল, টেইলারস, সেলুন ও গ্যারেজ) রয়েছে।

পিবিএ/মোহাম্মদ হোসেন/এসডি

আরও পড়ুন...