৩৯০ পরিবারের মাঝে স্বাস্থ্যবিধির উপকরণ বিতরণ

পিবিএ,ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে ৩৯০ পরিবারের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যবিধির উপকরণ বিতরণ করা
হয়েছে। বুধবার বেলা ১১টায় ধামইরহাট মহিলা কলেজে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির
আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়।

প্রত্যেক পরিবারকে ১০টি কাপড়ের মাস্ক, ৫পিচ
১২৫ গ্রাম ওজনের গায়ে দেয়া সাবান,৫শত গ্রাম ওজনের গুড়া সাবান ২ প্যাকেট, ২০ লিটার
পানির বালতি ১টি,১টি গাবলা এবং ১টি সাবান রাখার কেস।

এসব বিতরণ অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী পরিদর্শক মো.আনিছুর
রহমান,স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক,ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার বিমল কুমার
রুরাম, প্রোগ্রাম অফিসার গেরিয়া রোজারিও,জুনিয়র প্রোগ্রাম অফিসার আনোয়ার
হোসেন,ধর্মীর নেতা রবিউল ইসলাম,হাফেজ আলহাজ্ব আশরাফুল ইসলাম,ইউডিসি সম্পাদক
সেলিম রেজা,ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির ফিল্ড সুপারভাইজার ইউসুফ সরকার,হুমায়ন
সরকার,আদিবাসী নেতা জিল্লুর মার্ডী প্রমুখ।

পিবিএ/এসডি

আরও পড়ুন...