১০ দিনেও খোঁজ মেলেনি উওরার আশিকের

পিবিএ,ঢাকা: ১০ দিনেও খোঁজ মেলেনি উওরার আশিকুল ইসলাম। গত ৬ অক্টোবর দুপুরে রাজধানীর উওরা ১০ নম্বর সেক্টর এলাকার একটি মাদরাসার সামনে থেকে আশিক ইসলাম (১০) নামে একটি শিশু নিখোঁজ হয়। ছেলেটির গায়ের রং শ্যামলা,উচ্চতা ৪ ফুটের উপরে, পরনে ছিল ফুল প্যান্ট ও হাপ হাতা টি শার্ট।

বিভিন্ন এলাকায় ও সকল আত্মীয় স্বজনের বাসায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে আশিকের বাবা নাসিরুদ্দিন উত্তরা পশ্চিম থানায় জিডি এন্ট্রি করে নাম্বর নং ৪৫০ তারিখ ০৬/১০/১৯ ইং।

নিখোঁজ আসিকের বাবা নাসির উদ্দিন পিবিএ’কে বলেন উওরা ১০ নম্বর সেক্টর,৬নং রোডের ৩৮ নং বাড়ীতে ভারাটিয়া হিসেবে বসবাস করেন।

কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে নির্দিষ্ট থানায় বা তার পিতার মোবাইল নাম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হইল।

যোগাযোগ: ০১৯২৮৩২৯৪৫৩

পিবিএ/ইকে

আরও পড়ুন...