৪র্থ তলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

afia-dead PBA
মেয়ের শোকে কান্নায় ভেঙে পড়ছেন আফিয়ার বাবা
পিবিএ,ঢাকা: রাজধানীর লালবাগ নবাবগঞ্জেরর একটি বাসার ৪র্থ তলা থেকে নিচে পড়ে আফিয়া বিনতে আলমাস (১৩) এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ১০ টার দিকে এলাকার ৬৯ নম্বর রোডের ৭ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত পৌনে ১১ টায় মৃত ঘোষণা করেন।
আফিয়ার কাকা আবু দারদা শিশির জানান, রাতে ৭ তলা বাসার ৪ তলার বারান্দায় খেলছিলো আফিয়া। এসময় বারান্দার রেলিং এর উপর দিয়ে সে নিচে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
আফিয়ার বাবার নাম আলমাস হোসেন বাবলু। এলাকার অগ্রনী স্কুলের ৮মম শ্রণিতে লেখাপড়া করে সে। ৩ ভাইবোনের মধ্যে মেঝো সে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল খান জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
পিবিএ/এফএস

আরও পড়ুন...

preload imagepreload image