পিবিএ,ডেস্ক: বাহুবলী এবার আসছেন পুরাণের জনপ্রিয় চরিত্র রাম হয়ে। প্রায় ৪০০ কোটি টাকার বাজেটে নির্মিত হবে ‘আদিপুরুষ’ নামের সিনেমা। এখানেই রাম চরিত্রে অভিনয় করবেন দক্ষিণের সুপারস্টার প্রভাস।
গেল ১৮ আগস্ট ইনস্টাগ্রামে এ অভিনেতা নিজেই জানিয়ে দেন এ খবর। প্রভাসের অভিনয়জীবনের ২২তম ছবি হতে যাচ্ছে ‘আদিপুরুষ’। তবে সিনেমাটিতে তার বিপরীতে কাকে দেখা যাবে তা নিয়ে কিছুই বলেননি তিনি।
এদিকে এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণের নায়িকা কীর্তি সুরেশই হতে যাচ্ছেন ‘আদিপুরুষ’-এর নায়িকা। সর্বশেষ ‘পেঙ্গুইন’ দিয়ে দর্শক মাতানো এ অভিনেত্রীকেই রামের সীতা হিসেবে দেখা যাবে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, ছবির পরিচালক ওম রাউত দিন কয়েক আগেই মোবাইলে কীর্তিকে এ ছবির প্রস্তাব দিয়েছেন। সীতা চরিত্রের কথা শুনে নায়িকা অভিনয় করতে সম্মতিও দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে কীর্তির নাম।
আরও জানা গেছে, পুরোপুরি থ্রিডিতে শুটিং করা হবে এই ছবি। হিন্দি, তামিল, তেলেগুসহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি দেয়া হবে ‘আদিপুরুষ’।
পিবিএ/এসডি