৪১ শিক্ষা প্রতিষ্ঠানের একজনও পাস করেনি

ফাইল ফটো

পিবিএ, ঢাকা: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ৪১ শিক্ষা প্রতিষ্ঠানের একজনও পাস করেনি। তবে শতভাগ পাস করেছে ৯০৯টি শিক্ষা প্রতিষ্ঠান। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-ফাইভ পেয়েছে ৪৭ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী।

বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন। পরে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী ফল ঘোষণা করেন। এরপর দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

এবার আটটি সাধারণ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৮৫ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৫৬ শতাংশ। এ বছর মাদ্রাসা বোর্ডে দুই হাজার ২৪৩ জন শিক্ষার্থী জিপিএ-ফাইভ পেয়েছে। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৬২ শতাংশ। এ বোর্ডে তিন হাজার ২৩৬ জন শিক্ষার্থী জিপিএ-ফাইভ পেয়েছে।

দুপুর ১টা থেকে শিক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এবং নির্ধারিত রেজাল্টের ওয়েবসাইট থেকে এইচএসসি পরীক্ষার প্রতিষ্ঠানভিত্তিক ও শিক্ষার্থী ভিত্তিক ফল জানতে পারবে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...