৪৩ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

পিবিএ,ঢাকা: রাজধানীর তুরাগ থানা এলাকা হতে ৪৩,০৫০ (তেতাল্লিশ হাজার পঞ্চাশ) পিস ইয়াবাসহ ০১ শীর্ষ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-২। র‌্যাব-২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার( ২৫ আগস্ট) রাতে র‌্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর তুরাগ থানাধীন উত্তর খায়েরটেক মহল্লাস্থ রোড নং-০১, ব্লক-এ, বাড়ী নং-২৯, খাদেমুল ইসলামের টিনসেড বাড়ির ভিতরে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

প্রাপ্তসংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাবের একটি দল রাজধানীর তুরাগ থানাধীন উত্তর খায়েরটেক মহল্লাস্থ রোড নং-০১, ব্লক-এ, বাড়ী নং-২৯, খাদেমুল ইসলামের টিনসেড বাড়ির সামনে পৌঁছামাত্র মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে মোছাঃ আসমা বেগম (৩৪) কে আটক করে। আটককৃত আসামীকে ইয়াবার চালান সংক্রান্ত বিষয়ে জিঞ্জাসাবাদ করলে প্রথমে অস্বীকার করে।

পরিবর্তীতে মহিলা র‌্যাব সদস্য দ্বারা তার দেহ ও তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে তার হাতে থাকা শপিং ব্যাগের ভিতরে সর্বমোট ৪৩,০৫০ (তেতাল্লিশ হাজার পঞ্চাশ) পিস ইয়াবা পওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য ১,২৯,১৫,০০০/- (এক কোটি উনত্রিশ লক্ষ পনের হাজার) টাকা। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে তুরাগ এলাকার একজন শীর্ষ নারী মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরষ্পর যোগসাজসে খুচরা ও পাইকারীভাবে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে তুরাগ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১০ (গ) ধারায় নিয়মিত মামলা করা হয়েছে।

আরও পড়ুন...