পিবিএ,ঢাকা : ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করায় দেশের বাজারে গত ২৪ ঘণ্টায় এ পণ্যটির দাম ১০০ টাকা ছাড়িয়ে গেছে। ন্যায্যমূল্যে পেঁয়াজ কিনতে ভিড় করছে সাধারণ মানুষ। দীর্ঘ লাইনে ঘন্টার ঘন্টা অপেক্ষা করে ৪৫ টাকায় কিনছেন পেঁয়াজ।
সোমবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি ট্রাকের কাছে গিয়ে দেখা যায় এমন চিত্র।
এ বিষয়ে জানতে চাইলে টিসিবির মুখপাত্র মো. হুমায়ুন কবির বলেন, ‘পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন স্পটে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। প্রথমে পাঁচটি স্পটে এ কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে তা বাড়িয়ে আজ (সোমবার) থেকে ৩৫টি ট্রাকে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে। একজন ডিলার কেজিপ্রতি ৪৫ টাকা দরে প্রতিদিন এক হাজার কেজি (এক টন) পেঁয়াজ বিক্রি করবেন।’
তিনি আরও বলেন, পেঁয়াজের পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে ন্যায্যমূল্যে তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হচ্ছে। এর মধ্যে তেল লিটার ৮৫ টাকা, চিনি কেজি ৫০ টাকা এবং মসুর ডাল ৫০ টাকায় বিক্রি করছে টিসিবি।
পেঁয়াজের দাম কমার বিষয়ে টিসিবির এ কর্মকর্তা বলেন, পেঁয়াজের চাহিদা মেটাতে মিসর ও তুরস্ক থেকে আমদানি করা দুই জাহাজ পেঁয়াজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আগামী দু-একদিনের মধ্যেই এ পেঁয়াজ বাজারে আসবে। তখন দাম কমবে।
টিসিবি সূত্র জানায়, আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে, সৈনিক ক্লাব, জুরাইন পোস্তগোলা, মিরপুর ৬০ ফিট, আনসার ক্যাম্প, মোহাম্মদপুর, বছিলা, নিউমার্কেট, ছাপড়া মসজিদ, আজমপুর, উত্তরা, রামপুরা, বনশ্রী, মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে, দিলকুশা বক চত্বর, কামরাঙ্গীরচর, রায়েরবাজার বদ্ধভূমি, মিরপুর-১০ ও কচুক্ষেত এলাকাসহ রাজধানীর বিভিন্ন জায়গায় ৩৫টি ট্রাকে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি করছে।
লাইনে দাঁড়ানো এক ক্রেতা বলেন, বাজারে আজ পেঁয়াজের দাম ১০০ টাকার ওপর। এখানে ৪৫ টাকায় বিক্রি করছে। দাম কম হওয়ায় ট্রাক থেকে পেঁয়াজ কিনতে লাইনে দাঁড়িয়েছি।
এদিকে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণায় ২৪ ঘণ্টায় দেশের বাজারে কেজিতে দাম বেড়েছে ২০-২৫ টাকা। এতে খুচরা বাজারে পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়িয়ে গেছে।
পিবিএ/জেডআই