৪ জনকে ঘরে আটকে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

পিবিএ, ঢামেক : নরসিংদীর রায়পুরার পূর্বশত্রুতার জেরে ঘরের ভিতর ৩ বোন সহ ৪ জনকে আটকে রেখে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দগ্ধ অবস্থায় ওই ৪ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার লুচনপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন উত্তর বাখর নগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরিক্ষার্থী মুক্তামনি (১৭), তার ছোটবোন একই স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী সুইটি আক্তার (১৪), ছোটবোন একই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী প্রীতি আক্তার (১২) ও তাদের ফুফু খাতুন নেছা (৬০)।
বড় বোন রত্না আক্তার জানান, ডিসেম্বরে বাবা শামসুল হক মারা যাওয়ার পর তাদের প্রতিবেশি শিপন, রবিন, লোকমান, কাজল, আলআমিন, ইদ্রীস, ইমনরা তাদের জমিজমা আত্মসাতের চেষ্টা করছিলো। মা অনোয়ারা বেগম কয়েকদিন আগে তাদের নানীর বাসায় যায় বেড়াতে। বাড়িতে ছিলো ওই ছোট ৩বোন। বিকেলে ফোন করে ফুফুকে তাদের বাসায় আসতে বলেন। এরপর রাতে একই রুমে ঘুমিয়ে ছিলোন তারা ৪ জন।
তাদের অভিযোগ, রাতে রুমের দরজা বাইরে থেকে আটকে ভিতরে কেরোসিন ঢেলে আগুন ধলিয়ে দেয় ওই প্রতিবেশীরা। এর সাথে ককটেলও মারে তারা। পরে ভিতরে থাকা তারা ৪ জনই দগ্ধ হয়। এরপর পিছনের জানলা ভেঙ্গে তারা বের হয়।
বড়বোন রত্নার অভিযোগ, অনেকদিন আগে রায়পুরায় হত্যা মামলার মিথ্যা আসামী করে তার দুই ভাই সোহাগ ও বিপ্লবের বিরুদ্ধে। সোহাগ ওই মামলায় কারাগারে অাছে।
বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিটের মেডিকেল অফিসার ডাঃ এনায়েত কবির জানান, ৪ জনের সবার দুই হাত, মুখ মেড়ে গেছে। তাদের সবারই শ্বাসনালী দগ্ধ হয়েছে। মুক্তামনির ১০ শতাংশ, সুইটি আক্তারের ১৫, প্রীতি আক্তার ১৫ ও ফুফু খাতুন নেছার ১২ শতাংশ দগ্ধ রয়েছে।
পিবিএ/এইচএ/জেডআই

আরও পড়ুন...