৪ দফা দাবিতে বেরোবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

পিবিএ, বেরোবি: লোকপ্রশাসন বিভাগকে সরকারী কলেজসমূহে স্বতন্ত্র বিভাগ হিসেবে অন্তর্ভুক্তি করে বিসিএস শিক্ষা ক্যাডার চালুসহ সকল সরকারী বিশ্ববিদ্যালয়ে বিভাগটি চালু সহ মোট ৪ দফা দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ লোকপ্রশাসন অধ্যয়ন কেন্দ্র এর ডাকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাাসন বিভাগের শিক্ষার্থী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

বুধবার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নং গেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তরিকুল, আবু হাসান সোহাগ, রতন, সাদিয়া সুলতানা, আদনান, সেলিম, রিপন, নাসরিন, মিমি, বিপুল। “বাংলাদেশ লোকপ্রশাসন অধ্যয়ন কেন্দ্র” কর্তৃক কেব্দ্রীয় কমিটি ৪দফা দাবি তুলে ধরেছেন সেই ৪ দফা দাবি নিয়েই মূলত এই মানববন্ধন শিক্ষার্থীদের ।

দাবিগুলো হলো-
(১) সরকারি কলেজ সমূহে লোক প্রশাসন বিভাগ চালু করা ।
(২) ৪১তম বিসিএস থেকে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের কে শিক্ষা ক্যাডারে নিয়োগের ব্যবস্থা করা ।
(৩) দক্ষ প্রশাসন গড়ে তোলার জন্য লোকপ্রশাসনের জ্ঞান কলেজ পর্যায়ে ছড়িয়ে দেওয়া ।
(৪) লোকপ্রশাসনের জন্য বিশেষ চাকুরীর ক্ষেত্র তৈরি করা।

শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন লোক প্রশাসন বিভাগের শিক্ষক আসাদুজ্জামান মন্ডল আসাদ ও গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘দেশের বিভিন্ন সরকারী বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগ চালু রয়েছে। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী এই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করলেও চাকুরী ক্ষেত্রে তাদের নিয়ে তেমন কোন পরিকল্পনা নেই। এছাড়াও সরকারী কলেজ পর্যায়ে এ বিষয়টি না থাকায় বিসিএস শিক্ষা ক্যাডার থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তাই, অনতিবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা।

আন্দোলনের প্রধান উদ্যোক্তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সভাপতি ড. জেব-উন-নেছা বলেন, ‘লোকপ্রশাসন বিভাগ নেতৃত্ব তৈরী করে। একটি সংগঠন কিভাবে পরিচালিত হয়, সাংগঠনিক আচরণ কেমন হওয়া দরকার, বাজেট কিভাবে তৈরী করা হয়, পাবলিক পলিসি কিভাবে তৈরী করা হয় ইত্যাদি বিষয়ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা শিখে থাকে। যদি কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীরাও এ বিষয়ে অধ্যয়নের সুযোগ পায় তাহলে তারা এ শিক্ষা কাজে লাগিয়ে দেশের অগ্রযাত্রায় আরও বেশি ভূমিকা রাখতে পারবে।

তিনি আরও বলেন, ‘বর্তমানে দাবিটি বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রছাত্রীরা একজোট হয়ে কাজ করার কথা জানিয়েছে। তাই আমরা একটি কার্যকর উদ্যোগ নিতে যাচ্ছি। ইতোমধ্যে সকল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সভাপতিদের সাথে যোগাযোগ করা হয়েছে। সবাই এ বিষয়ে একমতও পোষণ করেছে। সবাই মিলে একটি প্রতিনিধিত্বশীল প্লাটফর্ম তৈরী করে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে কার্যক্রম চালিয়ে যাব।

উল্লেখ্য, বুধবার একযোগে দেশের ১০ টি বিশ্ববিদ্যালয়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

পিবিএ/এসএইচ/হক

আরও পড়ুন...